৮ টি গুরুত্বপূর্ণ (বাংলা থেকে ইংরেজি) অনুবাদ।

৮ টি গুরুত্বপূর্ণ (বাংলা থেকে ইংরেজি) অনুবাদ। 


১) হরিন এক লাফে ১৩ হাত পযন্ত যেতে পারে আর বাঘ এক লাফে ১২ হাত পর্যন্ত যায়।
The deer can go up to 13 feet in one jump and the tiger can go up to 12 feet in one jump.
২) এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ হরিন কে কখনো ধরতে পারবে না।
If they are allowed to run together, the tiger will never be able to catch the deer.
৩) কিন্তু হরিন মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দুরত্ব দেখার চেষ্টা করে। 🐅🐅
But the deer sometimes looks back and tries to see the distance of the tiger.
৪) হরিনের সব থেকে বড় ভুল পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া।
The biggest mistake of the deer is to look back and ask for the other's position.
৫) তাই হরিনের মতো আমরা কোন ভূল করবো না,
=So we will not make any mistake like the deer
৬) জীবনে অনেক ভূল ত্রুটি যুক্ত গল্প থাকবে এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না।
=There will be many mistakes and errors in life, it is not possible to think so much about it.
৭) বার বার ভুল সৃতি গুলোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ নিয়ে সামনের দিন গুলোকে নির্ভুল করাটাই আমাদের জীবনের লক্ষ হওয়া উচিত।
The goal of our life should be to correct the days ahead with our own goals without looking at the wrong memories again and again.
৮) মন থেকে চেষ্টা করতে থাকুন সফলতা আসবেই। 
Keep trying from the heart, success must come.

Post a Comment

0 Comments